দুর্নীতির মামলায় বিএনপি জ্যেষ্ঠ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি পেছানো হয়েছে। টুকুর আপিল শুনানি আগামী ২০ নভেম্বর এবং আমানের শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
এম জি