তুরস্কের তাকসিম স্কয়ার এলাকায় বিস্ফোরণে ৬ জন নিহতের ঘটনায় সিরীয় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সোমাবার তুরস্কের পুলিশ এ তথ্য জানায়। এর আগে, রোবাবার (১৩ নভেম্বর) দেশটিতে এই হতাহতের ঘটনা ঘটে।
তুরস্কের জানায়, বোমা বিস্ফোরণে জড়িত থাকার দায়ে তারা সিরীয় একজন নারীকে গ্রেফতার করেছেন। তিনি কুর্দিস বন্দুকধারীদের পক্ষে কাজ করতেন। উত্তর সিরিয়া হয়ে এই নারী তুরস্কে আসে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
তুরস্কের বেসরকারি টেলিভিশন এনটিভির খবরে বলা হয়েছে, অভিযুক্ত নারী সিরিয়ার নাগরিক। পুলিশের কাছে প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এর কাছ থেকে তিনি হামলার নির্দেশ পেয়েছিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ বিস্ফোরণকে ‘ঘৃণ্য হামলা’ উল্লেখ করে বলেন, ‘বাতাসে সন্ত্রাসের গন্ধ ভেসে বেড়াচ্ছে।’ দোষী ব্যক্তিদের সাজার মুখোমুখি করা হবে।