ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন-গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কায়সার রিজভী কোরায়েশীকে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমে, গোয়েন্দা মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আফসার উদ্দিন খাঁনকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আতিকুল ইসলামকে গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিমে, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রবিউল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) লালবাগ পেট্রোল আবদুল্লাহ-আল-মামুনকে মতিঝিল পেট্রোলে বদলি করা হয়েছে।
এই আদেশ অলিম্বে জনস্বার্থে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এম জি