
বিপা
শা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার আগামী ৩০ এপ্রিল গাঁটছড়া বাঁধছেন। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়।‘অ্যালোন’ ছবির সেটে দেখা হয়েছিল এই জুটির। বেশ কয়েকবছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসবেন বিপাশা।
জন্মদিন পালন হোক বা ছুটি কাটানো একসঙ্গে বহু সময় কাটিয়েছেন বিপাশা-কর্ণ। কিন্তু এখনও পর্যন্ত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।
সম্প্রতি বিপাশা কর্ণের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপর বিয়ের দিন ঘোষণা করেন কর্ণের মা। সেখান থেকেই এই খবর ছড়ায়। এখন বিপাশার মুখ খোলার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।