জাতীয় ঐক্য সৃষ্টি করে গণঅভ্যুত্থান সৃষ্টিতে যুগপৎ আন্দোলন করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লক্ষ্য ও রূপরেখা গঠনে লিয়াজো কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব।
এ সময় মির্জা ফখরুল বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। এক দলীয় শাসন কায়েম করেছে তারা।
সরকার রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে করে ফেলেছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্র মেরামত করা প্রয়োজন। জাতীয় সরকার গঠন করে সেই মেরামতের কাজ শুরু করা যেতে পারে।
এম জি