

ইজিপ্ট এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই হয়েছে বলে মঙ্গলবার আন্তর্জাতিক সব গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ ও মিশরের সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে কমপক্ষে একজন সশস্ত্র ছিনতাইকারী এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
ইজিপ্ট এয়ারলাইন্সের এক নারী কর্মকর্তা জানান, উড্ডয়নের পরপরই বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে এটি সাইপ্রাসের লারনাসা বিমানবন্দরে অবতরণে বাধ্য করে।
মিশরের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ছিনতাইকারী শরীরে বিস্ফোরক বেঁধে পাইলটকে সাইপ্রাসে বিমানটি অবতরণে বাধ্য করে।
সাইপ্রাসের গণমাধ্যমের খবরে বলা হয়, অভ্যন্তরিণ রুটে চলাচলকারী বিমানটিতে ৫৫ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ছিনতাইয়ের পর বিমানের ক্রু ও অপর চারজন বিদেশিকে আটকে রাখা হয়েছে।