নাটোরের বড়াইগ্রামে চাচাতো বোনের জন্মদিনের অনুষ্ঠানে প্রাইভেটকারের চাপায় জিসান আহম্মেদ নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার অর্জুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। জিসান ওই গ্রামের প্রবাসী শওকত হোসেনের ছেলে।
গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, জিসানের চাচাতো বোন মাহি খাতুনের জন্মদিন উপলক্ষে বাড়িতে বেড়াতে আসা আরও কয়েকটি শিশুর সঙ্গে বিকেলে জিসান লুকোচুরি খেলছিল। ওই সময় অন্যরা তাকে খেলার ছলে খড় দিয়ে ঢেকে রাখে।
এ সময় মাহির নানা রফিকুল ইসলাম নাতনির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। পরে তিনি প্রাইভেটকারটি না বুঝে খড়ের ওপরে রাখতে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে শিশু জিসান ঘটনাস্থলেই মারা যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এম জি