নওগাঁর মান্দায় ৩৫ বছর বয়সী এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ( ১৬ নভেম্বর) সকালে উপজেলার গোয়ালমান্দা এলাকার একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মুনছুর আলী মুনসুর আলী উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বদের আলীর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, রোববার (১৪ নভেম্বর) রাত ১০টায় খাওয়া দাওয়া পর বাড়ি থেকে বেরিয়ে যান মুনছুর আলী। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবার লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে এলাকার একটি আম বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে থানা খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। তবে তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এম জি