সিলেটে আগামী শনিবার (১৯ নভেম্বর) বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি। একইদিনে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে মালিক সমিতি দাবি করছে, এই ধর্মঘট বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ডাকা হয়নি। এই কর্মসূচি তাদের পূর্বঘোষিত।
সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, বাস ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের সম্পর্ক নেই। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ধর্মঘট ডাকা হয়েছে। তার বক্তব্য, মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করা, নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছিলেন। ১৯ নভেম্বরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে ধর্মঘটের আলটিমেটাম দেওয়া হয়। এর অংশ হিসেবে শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে বলেও জানান তিনি।
অপরদিকে ধর্মঘটের বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হক বলেন, আমরা ধর্মঘটের পক্ষে নই। কোনো দলের কর্মসূচিতে আমরা বাধা দিতে চাই না। শ্রমিকরা সবার সঙ্গে আছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই সমাবেশে গণজোয়ার রুখতে পারবে না।
উল্লেখ্য, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে চার লাখ মানুষের সমাবেশ ঘটাবে বলে দাবি করছে বিএনপি।
এম জি