ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১২টা ২২ মিনিট পর্ন্ত ডিএসইতে ২৯৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৬৭ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক দশমিক ০.৩১ পয়েন্ট বেড়ে।
আজ ডিএসইতে ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৭টির।
এনজে