সর্বকালের সর্বোচ্চ আমন ধান উৎপাদন হয়েছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-১৭ ১৫:৪৩:৪১


প্রতিকূল অবস্থায়ও সর্বকালের মধ্যে এবার সর্বোচ্চ আমন ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকের এ তথ্য জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টি কম হওয়ায় আমন ধান নিয়ে শঙ্কা ছিল। তবে, অতীতের যেকোনো সময়ের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে ভালো আমন পাওয়ার আশা করছি।

আমন উৎপাদন শেষে কৃষকরা এখন সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন। বিদেশী সয়াবিনের ওপর নির্ভরশীলতা কমাতে এ বছর দেশে সরিষার ভালো উৎপাদন হবে বলেও আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। জানান, দেশে খাদ্য সংকট হবে না বলে জানিয়েছে ডব্লিউএফপি।

খাদ্যের দাম কমেছে বলে মুদ্রাস্ফিতি কমেছে বলে এ সময় উল্লেখ করেন ড. আব্দুর রাজ্জাক। জানিয়েছেন, গম কম আমদানি হচ্ছে, তাই চাল বেশি খাচ্ছে মানুষ।

এম জি