মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
তপন কুমার সরকার বলেন, সারাদেশের শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধিনে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, মাদরাসা বোর্ডে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষার্থী দেয়।
এম জি