

প্রথম দেখায় মনে হবে এটি একটি সাধারণ স্মার্টফোন। কিন্তু হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে ভুল ভাঙ্গবে আপনার। কেননা, এটি সাধারণ ফোন থেকেও বেশি কিছু। এটি একটি পিস্তল। যা আত্মরক্ষায় দারুণ কার্যকরী।
এই পিস্তলটির নাম আইডিয়াল কনসিল। স্টার্টআপ নামের একটি সংস্থা এটি তৈরি করেছে। এখনও এটি বাণিজ্যিকভাবে তৈরি করা শুরু করা হয়নি। এটি কনসেপ্ট পর্যায়ে রয়েছে। এটি তৈরির জন্য প্রতিষ্ঠানটি প্যাটেন্টের আবেদন করেছে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এটি .৩৮০ ক্যালিবারের পিস্তল। যেটাকে স্মার্টফোনের মত ভাঁজ করে রাখা যাবে। যদিও ফোনের সঙ্গে সাদৃশ্য আনার জন্য এতে মক ক্যামেরা ও ফ্লাশ রয়েছে। কিন্তু আদতে এটি একটি অস্ত্র।
সানবিডি/ঢাকা/রাআ