পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে দেশটির সিন্ধ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মাজারে যাওয়ার সময় বাসটি সিন্ধ প্রদেশের হাইওয়ে সংলগ্ন একটি খাদে পড়ে যায়। চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে না পারায় বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। সাম্প্রতিক সেখানে বন্যার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসটির যাত্রীরা একই পরিবারের সদস্য। তারা জিয়ারত করতে একটি মাজারে যাচ্ছিলেন।
উল্লেখ্য, পাকিস্তানে চলতি বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দেশটিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ভয়াবহ ওই বন্যায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।
সূত্র : এএফপি ও এনডিটিভি