দেশি-বিদেশি ১৩ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের জ্বালানি খাতের সঙ্গে বাণিজ্যিক লিয়াঁজো করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তর এ নিষেধাজ্ঞা জারি করে। কোম্পানিগুলোর বিরুদ্ধে পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানির সুযোগ দেয়ার অভিযোগ আনা হয়েছে। যার মাধ্যমে কোটি কোটি ডলার আয় করে ইরান।
ইউএস অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পার্সিয়ান গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ট্রিলিয়ান্স পেট্রোকেমিক্যাল কোম্পানি, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এবং নাফতিরান ইন্টারট্রেড কোম্পানিকে তেল ও তেলজাত পণ্য বিক্রির সুযোগ দিয়েছে ওই ১৩ কোম্পানি।
অনেক আগে ওই ৪ ইরানি তেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেসময় মার্কিন কর্তৃপক্ষ হুঁশিয়ার করে, কোনো বিদেশি কোম্পানি এগুলোকে সহযোগিতা করলে তারাও নিষিদ্ধ হবে।
এ নিয়ে ২০২২ সালের জুনের পর থেকে এখন পর্যন্ত ইরানের জ্বালানি খাতে পঞ্চম দফা নিষেধাজ্ঞা দিলো মার্কিন অর্থ মন্ত্রণালয়।
ইরানকে নতজানু করতে দেশটির বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ নীতি গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নীতির ভিত্তিতে ২০১৮ সালের মে মাসে দেশটিকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে আনেন তিনি। পাশাপাশি তেহরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
তবে ট্রাম্পের নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি।
এএ