বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে নাম লিখিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ৮ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে- আমরা নেটওয়ার্ক লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, মন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ লি, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লি, বাটা জুতা কোম্পানি (বাংলাদেশ), বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।
এনজে