ইসলামি উগ্রপন্থার বিরুদ্ধে পশ্চিমাদের নিরাপত্তায় বড় বন্ধু ইসরায়েল। শনিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ইহুদি রিপাবলিকান জোটের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। করেন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা। খবর রয়টার্সের।
নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন আমারা জন্য সৌভাগ্যের ছিল। তখন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সাথে ঐতিহাসিক চুক্তি সম্ভব হয়েছে। আমেরিকা ও পশ্চিমারা ইসরায়েলের গুরুত্ব বুঝতে শুরু করেছে।
তিনি আরও বলেন, ইসলামিক উগ্রবাদ বিশেষ করে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের নিরাপত্তায় বড় বন্ধু ইসরায়েল। আরেক দফা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কোনো অনুষ্ঠানে এই প্রথম যুক্ত হলেন তিনি।
এম জি