রাজনীতি আর গণতন্ত্রকে ধ্বংস করার হীন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, চলমান সংগ্রামে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই বিএনপির। তাই জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার (২০ নভেম্বর) নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, চলমান আন্দোলন বন্ধে বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করা হচ্ছে। তারপরও ভয় পেয়ে কেউ থেমে থাকছে না। শত বাধা বিপত্তি অতিক্রম করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হচ্ছে মানুষ। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়নের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম।
এম জি