ঢাক স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানিটি ১ হাজার ৪৯ বারে ৭ লাখ ৭৯ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ দর বেড়েছে।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড