মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্টের শপথ
প্রকাশ: ২০১৬-০৩-৩০ ১২:২১:৩০

মিয়ানমারের নির্বাচিত প্রথম বেসামরিক প্রেসিডেন্ট তিন চিয়াও শপথ নিয়েছেন। বুধবার সকালে মিয়ানমার পার্লামেন্টে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে আগামী ৫ বছরের জন্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেতৃত্বাধীন মিয়ানমার সরকারের পথ চলা শুরু হল।
এনএলডির নেতা মূলতঃ গণতন্ত্রপন্থি নেত্রী আং সান সুচি। কিন্তু স্বামী-সন্তান বিদেশী নাগরিক হওয়ায় তিনি প্রেসিডেন্ট হতে পারেননি।
এ অবস্থায় সুচি তার স্কুল জীবনের বন্ধু ও সাবেক গাড়ি চালক তিন চিয়াওকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেন। তবে বিশ্লেষকরা বলছেন, তিন চিয়াও প্রেসিডেন্ট হলেও মূলত সব ক্ষমতা থাকবে এনএলডি নেত্রী অং সান সুচির হাতেই।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













