সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা। নিচে দেখে নিন আর্জেন্টিনা ও সৌদি আরবের একাদশ।
আর্জেন্টিনার একাদশ :
এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস তাগ্লিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, পাপ্পু গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি
সৌদি আরবের একাদশ:
আল ওয়াইস, আব্দুল-হামিদ, আল-তাম্বাকতি, আল-বুলাইহি, আল-শাহরানী, আল-ফারাজ, কাননো, আল-মালিকি, আল-বুরাইকান, আল-শেহরি, আল-দোসারি
এই ম্যাচে স্পষ্টভাবেই এগিয়ে থেকে খেলতে নামবে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে তারা আছে তৃতীয় স্থানে, বিশ্বকাপের অন্যতম ফেভারিটও তারা। অন্যদিকে ৫৪তম স্থানে আছে সৌদি আরব।