পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩৪ কোম্পানির শেয়ার কেনার প্রতি আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার (২৩ নভেম্বর) লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ১৩৪ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা পাওয়া যায়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানির ক্রেতা নেই। ব্যাংক ও জ্বালানি খাতের ১৪টি করে কোম্পানির ক্রেতা নেই।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ওষুধ খাতের ১৩টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৭টি, আর্থিক খাতের ৬টি, বিবিধ ও খাদ্য খাতের ৫টি, ট্যানারি খাতের ৪টি, সিরামিক, টেলিকমিউনিকেশন, সেবা ও আইটি খাতের ২টি এবং সিমেন্ট, পাট ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।
এনজে