বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে টার্গেটেড কিলিংয়ের পরিকল্পনা করেছে বিএনপি। জঙ্গি গোষ্ঠির সাম্প্রতিক তৎপরতার সাথে দলটির সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন ।
বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, হেফাজতের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চায় দলটি।
ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে যেভাবে বাগাড়ম্বর করছে, তাতে বলা যায় খালি কলশি বেশি বাজে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশে যত লোক হয়েছে, তাদের সমাবেশে এতো লোক হয়নি। তারা একই কুমিরের ছানা সব সমাবেশে দেখিয়েছে। একই লোক তাদের বিভিন্ন সমাবেশে গেছে।
তিনি বিএনপির উদ্দেশে প্রশ্ন তোলেন, রাস্তা বন্ধ করে কেন সমাবেশ করতে চায়। পল্টনে তো ৫০ হাজার লোককেও জায়গা দেয়া যাবে না। এর মাধ্যমে তারা বিশৃঙ্খলা করতে চায়। আবারও হামলা ও আগুন সন্ত্রাস করতে চায়।
এম জি