মূল লেনদেনের আগে শেয়ার কেনা-বেচার অর্ডার দেওয়ার জন্য রাখা প্রি-ওপেনিং সেশন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দেশের পুঁজিবাজারে কোনো প্রি-ওপেনিং সেশন থাকছে না।
বুধবার (২৩ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সকাল ১০টা থেকে লেনদেন হবে। এদিন থেকে প্রি-ওপেনিং সেশন থাকছে না।
এছাড়া, এদিন লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিএসইসি। নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।
আর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ