যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মঞ্চে ওঠেন। তার সঙ্গে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যশোর মতিউর রহমান বিমান ঘাঁটিতে এসে পৌঁছান। তার আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোর।
দুপুরে সভা শুরুর নির্ধারিত সময় থাকলেও সকাল ৭টা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেকেই আসেন দল বেঁধে বাদ্যযন্ত্র বাজিয়ে।
দুপুর ১২টার মধ্যে জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। আশপাশের এলাকাও লোকারণ্য হয়ে ওঠে। যশোরের এই জনসভা দিয়েই শুরু হলো আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার।
এম জি