রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে একটি বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন এবং তার কোলে থাকা শিশু সন্তান দূরে ছিটকে পড়ে আহত হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদ।
জানা যায়, ২ বছরের মেয়ে বাচ্চাসহ রাস্তার পাশে দিয়ে হেটে যাওয়ার সময় কালশি থেকে আগত রাজধানী এক্সপ্রেসের একটি বাস মাটিকাটার দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান এবং সাথে থাকা বাচ্চাটি উদ্ধার করে স্থানীয় জনগণ সাথে সাথে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। নিহতের মরদেহ ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী ছাব্বীর বলেন, প্রাথমিক তথ্যানুসারে ওই নারী ২ বছরের বাচ্চাসহ রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় দুটি বাস এবং একজন ড্রাইভারকে আটক করা হয়েছে।
এম জি