কলকাতায় ফ্লাইওভার ধ্বসে নিহত ১০

প্রকাশ: ২০১৬-০৩-৩১ ১৭:৫৯:৫৪


flyoverকলকাতার জোড়সাঁকোতে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ভেঙে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ার সময় অংশটি একটি গাড়ির উপরে পড়ে বলে জানায় কলকাতার আনন্দবাজার পত্রিকা।

পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া অংশের নিচে ২০০ জন আটকা পড়েছেন। উদ্ধারকাজ চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরে বলা হয়, চিৎপুর রোড, বিবেকানন্দ রোডসহ একাধিক রাস্তায় যান চলাচল এখন বন্ধ রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী আনন্দবাজারকে জানান, সাড়ে ১২টার দিকে বোমা ফাঁটার মতো আওয়াজ শুনতে পার তিনি। কিছু বুঝে ওঠার আগেই দেখেন চোখের সামনে আস্ত ফ্লাইওভারটি ভেঙে পড়ছে। উদ্ধার কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও কাজ করছেন। আশপাশের সব থানার পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন। আটকে থাকাদের উদ্ধার করতে ড্রিল মেশিন দিয়ে কাটা হচ্ছে পাথরের স্ল্যাব।

টাইমস অব ইন্ডিয়া জানায়, তিন বছর আগেই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ফ্লাইওভারটির। কিন্তু নির্মাণ কাজের সময় ছয় দফা বাড়ানোয় এখনও নির্মাণ কাজ শেষ হয়নি।

সানবিডি/ঢাকা/আহো