বিএনপির সমাবেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। যেখানে ভালো মনে করবে সেখানে অনুমতি দেয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া এতো বড় জামায়াত রাজধানীতে সম্ভব নয়। তাই যাতে সাধারণ মানুষের দুভোর্গ না হয় এ জন্য অনুমতি দেয়া হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা ক্লাবে ২য় শেখ কামাল সার্ক স্লুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, শিগগিরই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে। সেই অনুযায়ী কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের অবস্থান শিগগিরই জানা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মেজর জিয়ার কৌশলে লুকিয়ে আছে বলে তাদের ধরা যাচ্ছে না।
এম জি