বাঁচা-মরার লড়াইয়ে প্রথমার্ধে গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতার গোলে পিছিয়ে পড়ে জার্মানি। গতবারের মতো এবারও গ্রুপ পর্ব থেকে বিদায়ের মুহূর্তে জার্মানির দূত হয়ে উঠেন ফুলক্রুগ। বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোল করে স্পেনের বিপক্ষে ১-১ গোলের ড্র করে বিশ্বকাপে টিকে থাকলো জার্মানরা।
৬ মিনিটে দানি অলমোর ক্ষিপ্রগতির শট জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়্যার ফিস্ট করলে বারে লেগে প্রতিহত হয়। প্রথম ১৫ মিনিট ৭৭ শতাংশ বল দখলে রেখে খেলা স্পেন জার্মানদের সর্বস্ব দিয়ে ঝাপাতে আহবান করছিল। হ্যান্সি ফ্লিকের জার্মানি অবশ্য অল-এ্যাটাক খেলতে গিয়ে নিজেদের দূর্গ অরক্ষিত করার ভুল পথে হাঁটেনি। জার্মানসুলভ হাই-প্রেসিং ফুটবল খেলে শুরু থেকে স্প্যানিশ দাপট সীমিত করার চেষ্টায় ছিল দলটি।
৪০ মিনিটে ফ্রি-কিক থেকে আসা বল প্রতিপক্ষের জালে জড়িয়ে জার্মান শিবিরে উল্লাসের বান ডেকে আনেন সেন্টারব্যাক এ্যান্তোনিও রুডিগার। অফসাইডের কারণে গোল বৈধতা না পাওয়ায় উল্লাস নিমিষেই হতাশায় পরিণত হয়। ৫৭ মিনিটে স্পেন গোলরক্ষক উনাই সিমনের ভুল পাসে বল কেড়ে নেয়া ইকাই গুন্দোগানের বাড়ানো বলে জশুয়া কিমিচ পোস্টে শট নিয়েছিলেন; সেই সিমনেই রক্ষা।
৫৪ মিনিটে ফেরান তোরেসের পরিবর্তে মাঠে আসার পর ৬২ মিনিটে আলভারো মোরাতা স্পেনকে কাঙ্ক্ষিত লিড এনে দেন। জর্দি আলাবার পাসে কাছের পোষ্টে ফ্লিক করেন এ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড (১-০)।
গোলের তিন খেলোয়াড়ে বদল করে ম্যাচের দৃশ্যপট বেদলে দেন জার্মান কোচ। দ্রুত তার সুফলও পান। ৭২ মিনিটে দুটি সুযোগ সৃষ্টি করে জার্মানি, দুটিই জামাল মুসিয়ালার কল্যাণে। ৮৩ মিনিটে মুসিয়ালার পাস থেকেই সমতাসূচক গোল করেন ফুলক্রুগ (১-১)।
এম জি