বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্তর্জাতিক চাপের কারণেই বিএনপির ঢাকার মহাসমাবেশ ঘিরে প্রধানমন্ত্রী নমনীয়।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সরকারের ভূমিকায় অসন্তুষ্ট। গণতন্ত্র ও মানবাধিকারে যারা গুরুত্ব দেয় তারা আর চুপ থাকতে পারছে না।
ড. মোশাররফ আরও বলেন, দেশের জনগণ বার্তা দিয়েছে, এই সরকার তারা আর দেখতে চায় না। ১০ ডিসেম্বর সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে উল্লেখ করে তিনি বলেন, জাপান থেকে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হলেও পররাষ্ট্রমন্ত্রী ভিন্ন কথা বলছেন।
এম জি