ভারতের দুর্দান্ত সূচনা

প্রকাশ: ২০১৬-০৩-৩১ ২১:২৭:৪০


kohli20160331151417একের পর এক ক্যাচ এবং রানআউট মিসের বড় খেসারত দিয়ে ভারতের রানের পাহাড়ের নীচে চাপা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলির অতিমানবীয় ইনিংস ও রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ১৯২ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারত। কোহলি অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৯ রানে।

বৃহস্পতিবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ভারতীয় দল। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের পরিবর্তে সুযোগ পাওয়া আজিঙ্কা রাহানেকে নিয়ে ঝড়ো গতিতে ব্যাটিং শুরু করেন আরেক ওপেনার রোহিত শর্মা। ফলে পাওয়ার প্লেতে ৫৫ রান যোগ করে দলটি। আন্দ্রে রাসেলের করা পাওয়ার প্লের শেষ ওভারে ২০ রান তুলে নেয় ভারতের দুই ওপেনার। প্রথম দুই বল থেকে দুটি ছক্কা হাঁকান রোহিত শর্মা।

তবে অষ্টম ওভারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম আঘাত হানেন স্যামুয়েল বদ্রি। দলীয় ৬২ রানে রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তবে আউট হবার আগে মাত্র ৩১ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ রান করে দলকে বড় সূচনার ভিত গড়ে দেন রোহিত।

এরপর ব্রাভোর করা নবম ওভারের তৃতীয় বলে সহজ রানআউট মিস করেন উইকেট রক্ষক দীনেশ রামদিন। একই বলে দ্বিতীয়বার আউট করার সুযোগ পান ব্রাভো। তিনিও উইকেট ভাঙতে না পারলে জীবন পেয়ে যান কোহলি। পরের বলেই স্কয়ার লেগ থেকে দারুণ থ্রো হলেও তা ধরতে ব্যর্থ হন রামদিন। ফলে দুই বলে তিনবার জীবন পান ইনফর্ম ব্যাটসম্যান কোহলি।

দ্বিতীয় উইকেটে কোহলিকে সঙ্গে নিয়ে ৬৬ রানের দারুণ জুটি গড়েন রাহানে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন কোহলি। ৪৭ বল মোকাবেলা করে ১১টি চার ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ৩৫ বলে ৪০ রান করেন রাহানে। শেষ দিকে অধিনায়ক ধোনি করেন ৯ বলে ১৫ রান।

সানবিডি/ঢাকা/আহো