বরিশালে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান খানের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী এই নেতার মৃত্যু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণ-সমাবেশ যাওয়ার পথে ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খান এবং তার সাথে থাকা নেতা কর্মীরা হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত শাহজাহান খান। গত ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি আজ মারা যান। পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে জানাজা এবং দাফন কাফনের সময় নির্ধারণ করা হবে।
প্রয়াত শাহজাহান খান পটুয়াখালী জেলার একজন ব্যবসায়ী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এম জি