রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে তামান্না আক্তার (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কেবি রায় লেনে বাসার ৬ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তামান্না স্থানীয় রাজিয়া সুলতানা কওমি মাদ্রাসায় পড়ত।
তামান্নার বাড়ি বরগুনা সদরে। চকবাজারের বাসায় মা-বাবাসহ ভাড়া থাকত। বাবা ফারুক হোসেন ফুটপাতে শরবত বিক্রি করেন। তবে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, মরদেহটি বিছানায় শোয়া অবস্থায় ছিল। ঘটনার সময় ছাত্রীর মা ও ছোট ভাই বাসায় ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছে, দুপুরে হঠাৎ সে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তারা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তামান্নাকে দেখতে পান। পরে মরদেহ নামিয়ে তারা পুলিশে খবর দেয়।
এসআই বলেন, মরদেহের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এম জি