এক মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দেন। আগের ঘোষণা অনুযায়ী আজ ৩০ নভেম্বর ছিল রিটার্ন দাখিলের শেষ দিন ছিল।
তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। আশা করছি এ সময়ের মধ্যে করদাতারা সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।
তিনি আরও বলেন, নতুন সময়সীমা অনুযায়ী করদাতারা জরিমানা ছাড়া আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বর্তমানে দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারী (ই-টিআইএন) ৮০ লাখের ওপরে। সর্বশেষ গত ২০২১-২২ করবর্ষে ২৩ লাখের মত ট্যাক্স রিটার্ন জমা হয়েছিল।
তিনি বলেন, নতুন বিধানে প্রায় ৪০ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ দেখানো বাধ্যতামূলক করায় চলতি বছর আয়কর রিটার্ন ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করেছিলেন এনবিআরের কর বিভাগের কর্মকর্তারা।
কিন্তু সময় শেষ হওয়ার মাত্র একদিন আগেও, অর্থাৎ ২৯ নভেম্বর পর্যন্ত মাত্র ১৬ লাখের মত রিটার্ন জমা হয় বলে জানায় এনবিআর সূত্র।
বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানায় এনবিআর।
দেশে বর্তমানে করদাতার সংখ্যা ৮২ লাখের বেশি।তবে এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২২ লাখের মতো।
এম জি