স্পেন বর্তমানে বিশ্বের শীর্ষ অলিভ অয়েল উৎপাদক দেশ। চলতি বছর দেশটিতে পণ্যটির উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে আসতে পারে। পাশাপাশি স্থানীয় বাজারে দাম লাগামহীন হয়ে উঠতে পারে। ঊর্ধ্বমুখী দামের কারণে বিলাসপণ্যের তালিকায় জায়গা করে নিচ্ছে। দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এসব তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভয়াবহ খরা ও দাবদাহের কারণে এ বছর অলিভ অয়েল উৎপাদন কমবে। এছাড়া ইউরোপে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে পণ্যটির উৎপাদন ব্যয়ও বেশি।
স্পেনের কৃষিমন্ত্রী বলেন, চলতি বছরে আট লাখ টনেরও কম অলিভ ওয়েল উৎপাদন করতে যাচ্ছে স্পেন। ২০২১ সালে যেখানে ১৪ লাখ টন উৎপাদন হয়েছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যটি ক্রয়েই বিলাসপণ্য হয়ে যাচ্ছে। তবে পণ্যটির রফতানি আগামীতে আরো বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। নতুন নতুন বাজার সৃষ্টিতে দেশটি জোর প্রচেষ্টা চালাচ্ছে।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম ওন্ডা সেরোতে দেয়া সাক্ষাত্কারে কৃষিমন্ত্রী লুই প্ল্যানাস বলেন, স্পেনের অর্থনীতিতে অলিভ অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য। কিন্তু সম্প্রতি অলিভ অয়েলের মতো পণ্য মধ্যবিত্ত শ্রেণীর কাছে সহজলভ্য নয়।
উৎপাদন কমলেও সামনের দিনগুলোয় অলিভ অয়েল সংকট দেখা দেবে বলে সরাসরি কোনো পূর্বাভাস দেননি কৃষিমন্ত্রী। তবে স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এনজে