চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার (৩০ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লিউকেমিয়াসহ একাধিক শারীরিক জটিলতার কারণে স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে সাংহাইতে তিনি মারা যান।
১৯৮৯ সালে তিয়ানআনমেন ট্রাজেডির পর প্রেসিডেন্টের দায়িত্ব নেন জিয়াং। পরে ২০০২ সালে হু জিনতাওয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
এম জি