বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস- বিক্রয় ডট কম, প্রথমবারের মতো অনলাইন প্রপার্টি মেলা ‘বিএসআরএম - বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২’ আয়োজন করেছে। মেলা চলাকালে ক্রেতারা অনলাইনে সারাদেশ থেকে নিজের পছন্দের প্রপার্টি বুকিং দিতে ও কিনতে পারবেন। মেলাটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
রাজধানীর হোটেল সারিনায় সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে বিক্রয় টিম ছাড়াও বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান, আয়োজনের স্পন্সর ও অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসআরএম - বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে ৫০-টিরও বেশি এক্সক্লুসিভ প্রজেক্ট ছাড়াও ১৯,০০০-এরও বেশি ফ্ল্যাট, জমি এবং কমার্শিয়াল প্রপার্টির বিস্তারিত দেখতে পারবেন। আগ্রহী ক্রেতারা প্রতিষ্ঠানগুলোর সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন এবং পছন্দসই প্রপার্টি বুকিং দিতে পারবেন।
মেলায় দেশের সুপরিচিত ১০টি রিয়েল এস্টেট ডেভেলপার অংশ নিয়েছে। মেলার ‘টাইটেল স্পন্সর’ হিসেবে রয়েছে বিএসআরএম। এছাড়া মেলার সহযোগী হিসেবে আছে নাভানা রিয়েল এস্টেট, ডরিন ডেভেলপমেন্ট, আক্তার প্রপার্টিজ, জেবিএস হোল্ডিংস লিমিটেড, কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট, এবং নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড।
বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “প্রপার্টি আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। সবাই চায় তার নিজস্ব একটা ঘর বা ফ্ল্যাট থাকুক। দেশব্যাপী আমাদের প্রপার্টি ক্রেতাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন সময় নানান অফার নিয়ে আসি, আর তারই ধারাবাহিকতায় আমরা প্রথমবারের মতো আয়োজন করতে চলেছি অনলাইন প্রপার্টি মেলা। আমার বিশ্বাস প্রপার্টি ক্রেতারা ‘বিএসআরএম-বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২’-এর মাধ্যমে তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী কাঙ্ক্ষিত প্রপার্টি খুঁজে নিতে পারবেন।”
বিক্রয়-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন, “বিশ্ব জুড়ে চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আবাসন খাতেও। অবশ্য সব সংকটের মাঝেও কিছু সম্ভাবনা দেখা দেয়। আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন ব্যবসা ভালো প্রবৃদ্ধি করেছে। ক্রমেই মানুষ আরও বেশি অনলাইনমুখী হচ্ছে। কঠিন এই সময়ে আমাদের ভেরিফায়েড সেলারদের মাধ্যমে যাতে আমাদের গ্রাহকরা তাদের পছন্দ ও বাজেটে প্রপার্টি খুঁজে নিতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই মেলা। আশা করছি মেলায় গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের প্রয়াস স্বার্থক হয়ে উঠবে।”
এএ