সর্বশেষ হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২১) বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে জন্য বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তবে বিএসইসি কোম্পানিটির বোনাস লভ্যাংশের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেনি।
এদিকে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ১৪ পয়সা। হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৮২ পয়সা।
এনজে