বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের উপর বিশেষ মূল্যছাড় পাবেন।
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. মেসবাহ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিটিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মুহাম্মদ আবদুল হাই, বাংলালিংক-এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর হেড অফ প্রোডাক্ট, সিই, মো. মুশফিকুর রহমান ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর অপারেশন হেড, সিই, কাজী মো. জিয়াউর রহমান ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা স্যামসাং স্মার্টপ্লাজা শোরুমে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড থেকে স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের উপর ৫% ছাড় পাবেন, ৩০০০ টাকা পর্যন্ত । অফারটি পেতে তাদেরকে "BLSAMSUNG" টাইপ করে ২০১২-তে এসএমএস করতে হবে। অফারটি ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চালু থাকবে।
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর জনাব রফিক আহমেদ বলেন, "আমরা ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য এই অফারটি আনতে পেরে আনন্দিত। গ্রাহকদের পছন্দ ও চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এই ধরনের আরও সুবিধা নিয়ে আসতে চাই আমরা।”
ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. মেসবাহ উদ্দিন বলেন, “বাংলালিংক-এর বিশেষ লয়ালটি প্রোগ্রামের অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রাহকদেরকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি। আশা করছি, এই চুক্তির মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা উপকৃত হবেন। এটি তাদেরকে আমাদের মানসম্পন্ন পণ্য ব্যবহার করে জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ দেবে।”
বাংলালিংক গ্রাহকদের জন্য বিভিন্ন বাড়তি সুবিধা নিয়ে আসতে থাকবে।
এএ