১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি আগুন সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১০ ডিসেম্বর নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি।
শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ বার্ষিক সম্মেলনে এই অভিযোগ করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি দেশে অঘটন ঘটাতে জঙ্গিদের মাঠে নামিয়েছে।
ওবায়দুল কাদের আরও বলেন, এর আগে বিআরটিসির গাড়ি পুড়িয়েছে বিএনপি। এবার এমন কিছু করলে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত থাকবে।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর ২৬টি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। তবে শুরু থেকেই দলটির একাধিক নেতাকর্মীর দাবি ছিল, সমাবেশ করা হবে নয়াপল্টনেই। এখনো এই দাবিতে অনড় বিএনপি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জনদুর্ভোগ তৈরি করতে ইচ্ছাকৃতভাবে নয়াপল্টনে সমাবেশ করার ‘জেদ’ করছে বিএনপি।
এম জি