হঠাৎ অসুস্থ হওয়ায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে হাসপাতালে নেওয়া হয়েছে।শুক্রবার (২ ডিসেম্বর) সকালে পার্থে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে স্থানীয় চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন সাবেক এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, পন্টিংয়ের হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিয়েছে।
চ্যানেলটির মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাকি সময়ে আর ধারাভাষ্যকক্ষে ফিরবেন না পন্টিং। এমনকি টেস্টের শেষ পর্যন্তও তার ফেরার সম্ভাবনা নেই।
এদিকে অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম নিউজ ডটকম জানিয়েছে, ‘সব ঠিক আছে’ বলে সহকর্মীদের কাছে জানিয়ে ছিলেন পন্টিং। তবুও সতর্কতা অবলম্বনে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এম জি