সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কদমতলী থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। কদমতলী থানা ছাত্রলীগের কমিটিতে 'আনোয়ার হোসেন আনু'কে সভাপতি ও 'জিহাদ মাতুব্বর'কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আরও ২ জনকে। এতে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুল ইসলাম রাজীব ও ২য় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য কদমতলী থানা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হলো।
কদমতলী থানা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নব-নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কমতলী থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায় আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি । তিনি বলেন, কদমতলী থানা ছাত্রলীগ এর সভাপতি হিসেবে আমার প্রথম কাজ হলো ছাত্র সংগঠনকে শক্তিশালী করা। আমার থানায় অনেক দুস্থ ও গরিব শিশুরা আছে যারা আর্থিক সমস্যার জন্য লেখা পড়া করতে পারছে না, তাদেরকে নিজে থেকে সকল প্রকার সাহায্য করে সু শিক্ষা প্রদান করে একটি সুষ্ঠু সমাজ গড়তে চাই। আমার দ্বিতীয় কাজ হল সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমার থানার প্রতিটি ওয়ার্ড ও ইউনিট এর জন্য সু শিক্ষিত ও মেধাবী নেতৃত্ব ধারা শক্তিশালী কমিটি প্রদান করা ।
এক সাক্ষাৎকারে কদমতলী থানা ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মাতুব্বর বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ভাইয়ের নিকট চির কৃতজ্ঞ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মহানগর ক্ষিণ ছাত্রলীগ পরিবারের অভিভাবক মেহেদী হাসান ভাইয়ের নেতৃত্বে সর্বদা কাজ করার অঙ্গিকার করছি এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কদমতলী থানা ছাত্রলীগ পরিবার যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।
এম জি