১৮৬ রানে অলআউট ভারত
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৪ ১৫:১৫:২৬

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৭ রানের টার্গেট দিয়েছে ভারত। এর আগে সাকিব আল হাসানের স্পিন ঘূর্নিতে মাত্র ১৮৬ রানে অলআউট হয় সফরকারিরা।
এর আগে বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করতে নামেন লিটন কুমার দাস। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান তিনি। উদ্বোধনী জুটিতে ২৩ রান তোলেন অধিনায়ক রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।
ব্যক্তিগত ৭ রানে মেহেদী হাসান মিরাজের শিকার হন শিখর। এরপর বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে রোহিত (২৭) এবং বিরাট কোহলিকে (৯) সাজঘরে ফেরান সাকিব আল হাসান।
এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে চাপ সামাল দেওয়া চেষ্টা করেন লোকেশ রাহুল। তবে এবাদত হোসেনের বোলিং তোপে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
শ্রেয়াস আইয়ার (২৪) এবং শাহবাজ আহমেদকে (০) সাজঘরে ফেরান এবাদত। ওয়াশিংটন (১৯), শার্দুল ঠাকুর (২) এবং দীপক চাহালকে (০) সাকিব তুলে নিয়ে দিশেহারা হয়ে পড়ে সফরকারিরা।
ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট শিকার করলেন সাকিব। এর আগে সর্বশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান আসে লোকেশ রুাহুলের ব্যাট থেকে। ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব। আর এবাদত নেন ৪ উইকেট।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












