ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর অধীনস্থ দুই প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে নতুন প্রাধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত ১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম মোস্তফা এতে সই করেছেন।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মাহমুদা আক্তার। আর আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মাজেদা খাতুন।
এ দুই কর্মকর্তাই এর আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের পদায়ন আগামী ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এএ