বিশ্ববাজারে তিন মাসের সর্বনিম্নে গমের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৫ ০৯:১২:০১

বিশ্ববাজারে ফের নিম্নমুখী হয়ে উঠেছে গমের দাম। গত শুক্রবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শস্যটির দাম কমে তিন মাসের সর্বনিম্নে নেমেছে। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক গম রফতানি বেড়েছে। ফলে ব্যবসায়ীদের মাঝে প্রতিযোগিতা আরো জোরদার হয়েছে। বিশেষ করে কৃষ্ণ সাগরীয় বন্দর থেকে স্বল্পমূল্যের গমের সঙ্গে পাল্লা দিয়ে রফতানি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের রফতানিকারকরা। এছাড়া স্থিতিশীল সরবরাহ ও দুর্বল চাহিদা তো রয়েছেই।
এদিকে ভুট্টার দামও কমেছে। তবে ঘুরে দাঁড়িয়েছে সয়াবিনের বাজার। শিকাগো বোর্ড অব ট্রেডে শুক্রবার গমের দাম আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৭ ডলার ৬১ সেন্টে। ১৯ আগস্টের পর এটিই সর্বনিম্ন দাম।
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর রেকর্ড পরিমাণ গম উৎপাদনের প্রত্যাশা করছে রাশিয়া। বৈরী আবহাওয়ার কারণে অন্য শীর্ষ উৎপাদক দেশগুলো উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় আছে। ফলে রফতানিতেও প্রবৃদ্ধির প্রত্যাশা করছে রাশিয়া। সব ঠিক থাকলে ২০২৩ বাণিজ্যবর্ষে ৫ কোটি ৩০ লাখ থেকে ৫ কোটি ৪০ লাখ টন গম রফতানি করা হবে। অন্যদিকে চুক্তি সম্প্রসারণ হওয়ায় ইউক্রেনের রফতানিও বাড়ার প্রত্যাশা রয়েছে।
মার্কিন কৃষি বিভাগ জানায়, ২৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্র ১ লাখ ৬২ হাজার টন গম রফতানি করেছে। এর পরের সপ্তাহগুলোয়ও রফতানি বেড়েছে লক্ষণীয় মাত্রায়। তবে পার্শ্ববর্তী দেশ কানাডায় উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফ্রান্সের উৎপাদন নিয়ে আশাবাদী বাজারসংশ্লিষ্টরা।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













