সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক বাংলাদেশি যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৪ ডিসেম্বর) রাতে ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক মাজরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে ঘোজাডাঙ্গার ইছামতী পার্কিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের আনন্দ মোহন গাইনের ছেলে আশুতোষ গাইন (২৪)।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক মাজরিয়া হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর ভোমরা বন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যান আশুতোষ। রোববার বিকেলে দেশে ফেরার উদ্দেশে ঘোজাডাঙ্গার ইছামতী পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত একটি কাভার্ডভ্যান তাকেসহ দুজনকে চাপা দেয়। পরে ঘটনাস্থলে আশুতোষ নিহত হন। তবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আশুতোষের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।