শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যে পরিমাণ শিক্ষার্থী এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তার চেয়ে প্রায় ৭ লাখ বেশি আসন এইচএসসির জন্য রয়েছে। তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তাদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সবাই সিট পাবে।
সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছে। তাই ভর্তি প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই। অনেক সিট রয়েছে।
শিক্ষার্থীদের বাবা-মার প্রতি দীপু মনি বলেন, কোন প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শিক্ষার্থী পড়াশোনা ঠিকমতো করলো কিনা, খারাপ পথে বা ভুল পথে চলে না যায়। বাবা-মা সেটা অন্তত যাতে ঠিকভাবে নজরে রাখেন। আমরা সবাই যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে তারা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে।
এ সময় বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বিজয়ের মাসে দেশে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। আর বিএনপি-জামায়াত যদি আন্দোলনের নামে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, তাহলে আওয়ামী লীগ দেশের মানুষকে নিয়ে তা প্রতিহত করবে।
এম জি