সেনানিবাসের ভেতর ধর্ষণ ও নির্মমভাবে সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে আগামীকালের ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোট। শনিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ আহাবান জানানো হয়।
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যা করা হয়। সেনানিবাসে এ ধরনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়েছে।