আগামীকাল থেকে সারাদেশে সতর্ক পাহারা দেয়ার জন্য আওয়ামী লীগ কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি একথা জানান।
কাদের বলেন, প্রধানমন্ত্রী সুযোগ দিচ্ছেন তাই বিএনপি সমাবেশ করতে পারছে। ১৩ বছরে যে দল ১৩ মিনিটের আন্দোলন করতে পারেনি, তারা ১০ ডিসেম্বরে সরকার পতনের হুমকি দিচ্ছে।
ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমার খারাপ লাগে যখন শুনি ছাত্রলীগ কর্মীরা ‘ভাই’কে মেইনটেইন করছে। ভাইকে মেইনটেইন করতে হবে কেনো? ছাত্রলীগ মেইনটেইন করবে বঙ্গবন্ধুর আদর্শ। এসব মেইনটেইন-টেনটেইন যেনো আর শুনতে না পাই। এ সময় ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বানও জানান ওবায়দুল কাদের।
এম জি