রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে লিটন ব্যাপারী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লিটন উত্তর বাড্ডার একটি মার্কেটে কর্মচারী ছিলেন।
তার গ্রামের বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে। নিহত লিটনের বাবা জয়নাল আবেদিন জানান, উত্তর বাড্ডায় বাসায় বিদ্যুতের তারে কাপড় শুকাতে যায় লিটন।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিটন তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়।